নরসিংদী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ‘মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ।
আর এ লায়ন সরকার।
নরসিংদী জেলার শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ’ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সুযোগ্য অধ্যক্ষ হারুনুর রাশীদ শাহ্ ফকির জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়ে বিশেষ সম্মাননা অর্জন করেছেন।
এই গৌরবোজ্জ্বল অর্জনে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট শিরিন সুলতানা গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। এক অভিনন্দন বার্তায় তিনি এ সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন,
“এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়; এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের ফল। অধ্যক্ষের দক্ষ নেতৃত্ব, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রম, অভিভাবকদের সচেতন সহযোগিতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়—সব মিলিয়েই আজ এই প্রতিষ্ঠান জেলার শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করেছে।”
তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও শিক্ষা মান উন্নয়ন ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের এই অসামান্য অর্জনে স্থানীয় সুধীজন, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।