খিদিরপুর দোস্ত মাহমুদ শাহ (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, তিনজনের বিরুদ্ধে অভিযোগের কথা শোনা যাচ্ছে।
আর এ লায়ন সরকার, নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুরে অবস্থিত দোস্ত মাহমুদ শাহ (রহ.) মাজারের দানবাক্সে সংগৃহীত অর্থের ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন ও আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকাবাসীর কথাবার্তায় মাজার পরিচালনা কমিটির কয়েকজন সদস্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ পাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাজার পরিচালনা কমিটির সভাপতি বাবুলসহ রফিকুল (প্রফেসর), নাসির, বাসির, ফজলুল, সোলেমান, খোরশেদ ও কাশেম—এই নামগুলো আলোচনায় এসেছে। এর মধ্যে তিনজনের বিরুদ্ধে অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগের কথা শোনা যাচ্ছে, তবে এখন পর্যন্ত এসব অভিযোগের পক্ষে কোনো লিখিত প্রমাণ বা আনুষ্ঠানিক তদন্তের তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো নিশ্চিত তথ্য মেলেনি।
সচেতন মহলের মতে, মাজারের দানবাক্সের অর্থ কীভাবে সংগ্রহ ও ব্যয় করা হয়—সে বিষয়ে স্বচ্ছ হিসাব প্রকাশ করা হলে বিভ্রান্তি দূর হবে এবং ধর্মপ্রাণ দানকারীদের আস্থা আরও বাড়বে।
এ বিষয়ে মাজার পরিচালনা কমিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।