নরসিংদী রেলস্টেশন–আরশিনগর অভিমুখী এলাকায় রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ।
আর এ লায়ন সরকার, নরসিংদী।
নরসিংদী রেলস্টেশন থেকে আরশিনগর অভিমুখী রেললাইনের পাশের এলাকায় রাতের বেলা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন রাত ১০টার পর কিছু অসাধু ব্যক্তি সেখানে জড়ো হয়ে মাদক সেবন করে এবং পথচারীদের হয়রানি করে থাকে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে ওই পথে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাধারণ মানুষজনের দাবি, নিয়মিত টহল ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় অপরাধপ্রবণতা বাড়ছে।
সম্প্রতি আমিরগঞ্জ এলাকার এক বাসিন্দা জানান, তিনি ঢাকা থেকে ট্রেনে নরসিংদী রেলস্টেশনে নেমে আরশিনগর সিএনজি স্টেশনের দিকে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্তের কবলে পড়েন। তার অভিযোগ, তাকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেওয়া হয়। পরে তিনি নিরাপদে সেখান থেকে সরে আসতে সক্ষম হন।
এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং রাতের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।