কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি কাটার অভিযোগ, ক্ষতির মুখে কৃষকরা।
কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ শশীদল এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তাদের অভিযোগ, ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাটি কেটে নেওয়ায় আশপাশের ফসলি জমি ও বসতভিটা ঝুঁকির মুখে পড়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি গ্রামের মৃত মজি ফকিরের ছেলে মোঃ আমিন মিয়া দক্ষিণ শশীদল এলাকায় মাটি কেটে তা বিক্রি করছেন। এতে আশপাশের জমির মাটি সরে গিয়ে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মাটি কাটার কারণে তাদের ফসলি জমির অংশ ভেঙে পড়ছে এবং ভবিষ্যতে আরও বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, কাজ বন্ধের অনুরোধ জানালে তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকির সম্মুখীন হচ্ছেন বলেও দাবি করেছেন।
এ বিষয়ে অভিযোগকারীদের মধ্যে রয়েছেন—মৃত নুরু মিয়ার স্ত্রী মোসাঃ হাসনা বেগম, মৃত মোঃ খান পাঠানের ছেলে মো. ওহেদ খান পাঠান, মোতালেব খান এবং রুসমত আলীর ছেলে মো. শফিক মিয়া।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। ফলে এলাকার কৃষিজমি ও বসতবাড়ি নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান সাংবাদিকদের জানান, মাটি কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অবৈধ মাটি কাটা বন্ধ করা হোক, যাতে কৃষকদের জমি, বসতভিটা ও জীবিকা রক্ষা পায়।