চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বামপন্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
ঢাকা প্রতিনিধি:
চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের প্রতিবাদে আজ ঢাকায় বামপন্থী দলসমূহের আয়োজিত বিক্ষোভ মিছিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বাধা অতিক্রম করে মিছিল যমুনা অভিমুখে অগ্রসর হতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দেশের কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে। তারা বলেন,
“জাতীয় সম্পদ বিদেশিদের হাতে গেলে দেশের নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে।”
অপরদিকে পুলিশ জানায়, অনুমতি ছাড়া রাজধানীর ব্যস্ত সড়ক দিয়ে হঠাৎ মিছিল বের করলে জনদুর্ভোগ এড়াতে তাদের বাধা দিতে হয়। এতে সামান্য ধাকাধাক্কি হলেও বড় কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বলেন, সরকারের সিদ্ধান্ত জনগণের স্বার্থবিরোধী। তারা অবিলম্বে বন্দর হস্তান্তর সংক্রান্ত সকল প্রক্রিয়া বন্ধের দাবি জানান। নেতারা আরও জানান,
“এই আন্দোলন আরও বিস্তার লাভ করবে, প্রয়োজনে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেন। তবে ঘটনার পর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় উত্তেজনা
বিরাজ করছে।