• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও বিক্ষোভ মিছিল প্রথম আলোর অফিসে অগ্নি/কাণ্ড, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আ/গুন।  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি ঢাকাসহ বিভিন্ন শহরে নজিরবিহীন বিক্ষোভ, বিচার দাবিতে রাজপথে জনতা পলাশ পারুলিয়া মোড়ে সাবেক ছাত্রদল নেতা রুবেল দুর্বৃত্তদের হামলায় আহত ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে ফেরত দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত  বাংলাদেশি নেতার মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত মহান বিজয় দিবসে নরসিংদীতে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ কুষ্টিয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নরসিংদীর পুলিশ সুপারের মতবিনিময়

শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও বিক্ষোভ মিছিল

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ৪২ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

৫১

শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও বিক্ষোভ মিছিল

 

মোছাঃ তহমিনা বেগম বিউটি দিনাজপুর প্রতিনিধি :

 

আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার দিনাজপুর জেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হাদিকে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

 

শুক্রবার বাদ জুমআ দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদ, দিনাজপুর মেডিকেল কলেজ মসজিদ এবং দিনাজপুর সরকারি কলেজ মসজিদসহ শহরের গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ হাদির আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর ত্যাগের কথা স্মরণ করা হয়।

 

জাতীয় নাগরিক কমিটি-এমসিপি জেলা শাখার উদ্যোগে দিনাজপুর জেনারেল হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে হাসপাতালের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বাদ জুমআ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর সরকারি কলেজ ও মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd