• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও বিক্ষোভ মিছিল প্রথম আলোর অফিসে অগ্নি/কাণ্ড, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আ/গুন।  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি ঢাকাসহ বিভিন্ন শহরে নজিরবিহীন বিক্ষোভ, বিচার দাবিতে রাজপথে জনতা পলাশ পারুলিয়া মোড়ে সাবেক ছাত্রদল নেতা রুবেল দুর্বৃত্তদের হামলায় আহত ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে ফেরত দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত  বাংলাদেশি নেতার মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত মহান বিজয় দিবসে নরসিংদীতে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ কুষ্টিয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নরসিংদীর পুলিশ সুপারের মতবিনিময়

কুষ্টিয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি / ৮৫ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

১০৮

কুষ্টিয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

 

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

কুষ্টিয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ সচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম। কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক ফিরোজ হোসেন।

 

কর্মশালায় বলা হয়, বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায় বিচারের সুযোগ বৃদ্ধি করা।

 

ইউরোপীয়ান ইউনিয়ন,জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশের আটটি বিভাগের ৬১টি জেলার ৪৬৫ উপজেলা এবং ৪৪৫৭টি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

কর্মশালায় গ্রাম আদালতের সাফল্য তুলে ধরে বলা হয়, কুষ্টিয়া জেলায় ফেব্রুয়ারি ২০২৪ সাল থেকে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত গ্রাম আদালতে ফৌজদারী ও দেওয়ানি মামলা মিলিয়ে মোট ৩৩১২টি মামলা দায়ের হয়েছে।

নিষ্পত্তিকৃত মামলার হার ৮৩.৬৩। একইসঙ্গে ২ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ২৫ টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে। গ্রাম আদালত অনধিক ৩ লাখ টাকা মূল্য মানের ফৌজদারী ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে।

কর্মশালায় আরও বলা হয়, গ্রাম আদালতের স্বল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে।

 

প্রতিনিধি মনোনয়নে আবেদনকারী ও প্রতিবাদী সমান সুযোগ পায়, পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারে আইনজীবী দরকার হয় না। গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়, এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে। পক্ষদ্বয়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা হয়। দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকলেই খুব সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd