মহান বিজয় দিবসে নরসিংদীতে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে নরসিংদীতে হতদরিদ্র মানুষের মাঝে ‘দারিদ্র্যের হোটেল’-এর উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নরসিংদী পৌর পার্কে আয়োজিত এ কর্মসূচিতে একটি গরু ও দুটি খাসি জবাই করে প্রায় ১ হাজার ২০০ মানুষের জন্য খাবার প্রস্তুত ও বিতরণ করা হয়।
খাবার বিতরণ কার্যক্রমে পথশিশুসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনির, আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা
হয়েছে।