বাংলাদেশি নেতার মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত
ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল ও সংযত ভাষা ব্যবহার করা জরুরি।
মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে যেকোনো মন্তব্য আঞ্চলিক সংবেদনশীলতার বিষয়। এ ধরনের বক্তব্য দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সম্প্রতি বাংলাদেশের সদ্য গঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর একজন সিনিয়র নেতা এক বক্তব্যে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার প্রয়োজন রয়েছে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক বক্তব্যে সংযম থাকা গুরুত্বপূর্ণ। তারা মনে করছেন, পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক ভাষা ব্যবহারই আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
তথ্য ও ছবি সংগ্রহ